২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:২৭:১৮ অপরাহ্ন


পত্নীতলায় আদিবাসিদের সমস্যা সমাধানে আরকোর মতবিনিময় সভা অনুষ্ঠিত
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০৩-২০২২
পত্নীতলায় আদিবাসিদের সমস্যা সমাধানে আরকোর মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্নীতলায় আদিবাসিদের সমস্যা সমাধানে আরকোর মতবিনিময় সভা অনুষ্ঠিত


পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো)র আয়োজনে ও হেক্স/ইপার সুইজারল্যান্ড এর সহযোগীতায় দলিত/আদিবাসি রাইট্স, ইমপাওয়ারমেন্ট এন্ড এ্যাকসেস টু ওর্য়াডস মেইনস্ট্রীম (ড্রীম) প্রকল্পের আওতায় দলিত/আদিবাসিদের সমস্যা সমাধানে সমমনা সংগঠনের সাথে লিংকেজ ও মতবিনিময় সভা সোমবার আরকো পত্নীতলা উপজেলা কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

পত্নীতলা প্রেসক্লাব সভাপতি ও এনএনএমসির সহ-সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে এবং পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো)র এ্যাডভোকেসি অফিসার নাইস পারভীনের সঞ্চালনায় উক্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন এনএনএমসি পত্নীতলার সভাপতি মোশারফ হোসেন চৌধুরী, এনএনএমসির সদস্য দিলিপ চৌহান, পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো)র প্রজেক্ট ম্যানেজার শুক্লা মুখার্জী, জাতীয় আদিবাসি যুব পরিষদ পত্নীতলার সভাপতি পরেশ টুডু। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ব্রেলভীর চৌধুরী, আরকো পত্নীতলার ম্যানেজার সেবক কুমার মহন্ত, ইউপি সদস্য আজিজার রহমান, সন্তোষ মহন্ত, জাতীয় আদিবাসি পরিষদ পত্নীতলার সুজিত পাহান, দলিত ও আদিবাসি প্রতিনিধিগণ প্রমুখ।

রাজশাহীর সময়/এএইচ