০১ মে ২০২৪, বুধবার, ০৭:৩৬:০৯ অপরাহ্ন


রাজশাহী মহানগরীতে হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারী গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২৪
রাজশাহী মহানগরীতে হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালী থানার অভিযানে উদ্ধারকৃত হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারী।


রাজশাহী মহানগরীতে ৪২ গ্রাম হেরোইনসহ মো: রফিকুল ইসলাম(৫০) নামে এক কুখ্যাত মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

সোমবার (১ এপ্রিল) কাটাখালী থানার চৌমহনী বাজার তেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মো: রফিকুল ইসলাম রাজশাহী মহানগরীর কাটাখালী থানার সাহাপুর পূর্ব পাড়ার মৃত হারেজ মণ্ডলের ছেলে।

অভিযান পরিচালনা করেন আরএমপি’র মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: আবুল কালাম আজাদের নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমান, এসআই সুমন কুমার সাহা  ও তাঁর সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তারকৃত আসামি রফিকুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।