০২ মে ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৫৩:৫১ পূর্বাহ্ন


গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারী গ্রেপ্তার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১৯-০৪-২০২৪
গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারী গ্রেপ্তার উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তার কুখ্যাত মাদক কারবারী মো: সাইফুল ইসলাম।


রাজশাহী মহানগরীতে ৪ কেজি গাঁজাসহ মো: সাইফুল ইসলাম (২৯) নামে এক কুখ্যাত মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে বেলপুকুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১০টায় বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার কুখ্যাত মাদক কারবারী মো: সাইফুল ইসলাম রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর এলাকার মো: রুহুল আমিনের ছেলে।

অভিযান পরিচালনা করেন বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদের নেতৃত্বে এসআই রিমন হোসাইন ও তাঁর সঙ্গীয় ফোর্স।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় বেলপুকুর থানার বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে এক ব্যক্তি মটর সাইকেলে করে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সোয়া ১০টায় বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোস্ট স্থাপন করে। এসময় তাঁরা সন্দেহজনক মোটর সাইকেলটি আসতে দেখে দাড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে পালানোর সময় আসামি সাইফুলকে মোটর সাইকেলসহ গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়। 

গ্রেপ্তার মাদক কারবারী বিরুদ্ধে আরএমপি'র বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।