২৭ Jul ২০২৪, শনিবার, ০৪:০১:৫৪ অপরাহ্ন


পাকিস্তানে জাপানি নাগরিকের ওপর হামলা, দুই জঙ্গি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৯-০৪-২০২৪
পাকিস্তানে জাপানি নাগরিকের ওপর হামলা, দুই জঙ্গি নিহত সংগৃহিত ছবি


পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল) দক্ষিণাঞ্চলীয় করাচিতে এই ঘটনা ঘটে। এসময় পুলিশের হাতে এক আত্মঘাতী বোমা হামলাকারী এবং আরও এক জঙ্গি নিহত হয়। পুলিশের এক মুখপাত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দক্ষিণাঞ্চলীয় করাচিতে পাঁচ জাপানি নাগরিককে বহনকারী একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। তবে হামলার শিকার হওয়া সবাই অক্ষত আছেন।

পাকিস্তান সরকারকে উৎখাত করে দেশটিতে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চায় ইসলামপন্থি জঙ্গিরা। গত কয়েক বছরে পাকিস্তানের একের পর এক রক্তক্ষয়ী হামলা চালিয়েছে তারা। তাদের লক্ষ্যবস্তু হয়েছেন মূলত চীনা নাগরিকদের মতো বিদেশিরা।

পুলিশের মুখপাত্র আবরার হুসেন বালোচ বলেছেন, হামলার ঘটনায় বেঁচে যাওয়া জাপানিদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তবে এই হামলা কোন জঙ্গি গোষ্ঠী চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।