১৫ মে ২০২৪, বুধবার, ০৮:১২:৩২ পূর্বাহ্ন


হাটহাজারী ইউপি নির্বাচনে ককটেল বিস্ফোরণ ও দিনভর সংঘর্ষে আহত -২০
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৪
হাটহাজারী ইউপি নির্বাচনে ককটেল বিস্ফোরণ ও দিনভর সংঘর্ষে আহত -২০ হাটহাজারী ইউপি নির্বাচনে ককটেল বিস্ফোরণ ও দিনভর সংঘর্ষে আহত -২০


চট্টগ্রামের হাটহাজারীতে ১২নং চিকনদণ্ডি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনভর নানা উত্তেজনা, ককটেল বিস্ফোরণ, টিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া, সহিংসতার মধ্যদিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৩ হাজার ৭৭০ ভোট পেয়ে জেলা ছাত্রলীগ নেতা নুরুল আবছার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজী নেজাম উদ্দীন তনী পেয়েছেন ৩ হাজার ৫৫৮ ভোট।  ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান প্রার্থী হাজী নেজাম উদ্দীন তনী (রজনীগন্ধা) ও জেলা ছাত্রলীগ নেতা নুরুল আবছার (দুটি পাতা) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জনের অধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে মো. ফরহাদ (২৬) মো. মাজেদ (২৩) নামে দু’জন যুবকের নাম পাওয়া যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র?্যাব, বিজিবি ও ডিবি পুলিশ ৩৪টি শর্টগান ও ১টি টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে বলে জানান হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন, নির্বাচনে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান, মেহরাজ শারবীন, প্লাবন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ। মো. আব্দুল মাজেদ নামে এক ভোটার জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। 

বেলা শেষে খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দু’দিক থেকে ককটেল বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া যায়। শুরু হয় দু’পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হঠাৎ পুলিশ গুলি ছুড়তে শুরু করে। সমর্থকদের ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল ও পুলিশের গুলি ছোড়াছুড়িতে কোনো রকমে প্রাণ নিয়ে পালায়। সরজমিন দেখা গেছে, উপজেলার ১২নং চিকনদণ্ডি ইউপিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সহিংসতায় ২০ জনের অধিক আহত হয়েছে। এদিকে ভ্রাম্যমাণ আদালত অনুপ্রবেশের দায়ে মো. মোরশেদ (৪২) নামের এক ব্যক্তিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাকে ২ হাজার টাকা জরিমানা করার তথ্য জানা গেছে। হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, চিকনদণ্ডি ইউপিতে উপনির্বাচনে ২টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার পরান্টু চাকমা বলেন, চিকনদণ্ডি ইউপিতে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৩ হাজার ৭৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে মো. নুরুল আবছার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজী নেজাম উদ্দীন তনী পেয়েছেন ৩ হাজার ৫৫৮ ভোট।