২১ মে ২০২৪, মঙ্গলবার, ০৬:১৮:৩৮ অপরাহ্ন


ফুলবাড়ীতে ৪৫ জন পেলেন প্রধানমন্ত্রীর তহবিলের অর্থ
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৪
ফুলবাড়ীতে ৪৫ জন পেলেন প্রধানমন্ত্রীর তহবিলের অর্থ ফুলবাড়ীতে ৪৫ জন পেলেন প্রধানমন্ত্রীর তহবিলের অর্থ


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৪৫ জন দুস্থ নারী ও পুরুষের মাঝে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের ১২ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

বুধবার (১ মে) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মুশফিকুর রহমান বাবুল। এছাড়াও বক্তব্য রাখেন সহসভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক ও কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবল, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রমুখ।

শেষে প্রধানমন্ত্রীর তহবিলের ১২ লাখ ৭০ হাজার টাকার চেক ৪৫ জন দুস্থ নারী ও পুরুষের মাঝে তুলে দেন অনুষ্ঠানে অতিথিদ্বয়।