২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০২:২৬:৪৫ পূর্বাহ্ন


বহু ইউক্রেন সেনাকে বন্দি করে নিয়ে গেছে পুতিন বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২২
বহু ইউক্রেন সেনাকে বন্দি করে নিয়ে গেছে পুতিন বাহিনী বহু ইউক্রেন সেনাকে বন্দি করে নিয়ে গেছে পুতিন বাহিনী


গত কয়েক সপ্তাহ ধরে বেলারুশ সীনান্তে ইউক্রেনের পরমাণুকেন্দ্র চেরনোবিল দখলে রাখার পর অবশ‌েষে সেখান থেকে পিছু হঠল রুশ সেনা। তবে চেরনোবিলের দখল ছাড়লেও যাওয়ার সময় ইউক্রেনের বহু সেনাকে বন্দি করে নিয়ে গিয়েছে ক্রেমলিন বাহিনী। বৃহস্পতিবার এমনই দাবি করলেন কিভের কর্মকর্তারা।

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা এনারগোটম এক বিবৃতিতে জানিয়েছে, ‘রুশ সেনারা চেরনোবিল পারমাণু বিদ্যুৎকেন্দ্র ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ইউক্রেনের কিছু সেনাকে বন্দি করে নিয়ে যায়। ২৪ ফেব্রুয়ারি থেকে এই সেনাদের আটকে রেখেছিল রুশ বাহিনী।

তবে ঠিক কত জন সেনাকে নিয়ে যাওয়া হয়েছে তা স্পষ্ট নয় বলেও জানিয়েছে ইউক্রেন।

চেরনোবিল পারমাণুকেন্দ্রের বুকে শত্রুপক্ষের আর কোনও সেনা নেই বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

চলে যাওয়ার সময়, পুতিন বাহিনী দু’টি আলাদা দলে ভাগ হয়ে বেলারুশ-ইউক্রেন সীমান্তের দিকে অগ্রসর হয়ে বলেও জানানো হয়েছিল।

রাজশাহীর সময় / এম জি