২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১২:৫১:৪৯ পূর্বাহ্ন


বহু পরামর্শদাতাকে গৃহবন্দি করেছেন পুতিন, নিজেও গা ঢাকা দিয়েছেন ,বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০১-০৪-২০২২
বহু পরামর্শদাতাকে গৃহবন্দি করেছেন পুতিন, নিজেও গা ঢাকা দিয়েছেন ,বাইডেন বহু পরামর্শদাতাকে গৃহবন্দি করেছেন পুতিন, নিজেও গা ঢাকা দিয়েছেন ,বাইডেন


আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অভিযোগ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর দাবি, পুতিন তাঁর বেশ কয়েক জন উপদেষ্টাকে গৃহবন্দি করে রাখতে পারেন। এমনকি নিজেও কোথাও গা ঢাকা দিয়ে থাকতে পারেন।

সম্প্রতি ইউক্রেন যুদ্ধের আবহে মন্তব্য করতে গিয়ে বাইডেনের কটাক্ষ, ইউক্রেনের কয়েকটি অঞ্চল থেকে সেনা সরানোর ব্যাপারে যে ঘোষণা করেছে রাশিয়া, তা নিয়ে তাঁর ঘোর সন্দেহ আছে। পাশাপাশি বাইডেনের মন্তব্য, ‘‘উনি (পুতিন) হয়তো নিজেও কোনও গোপন ঠিকানায় চলে যেতে পারেন। তা ছাড়া ওঁর কয়েক জন উপদেষ্টাকে হয় বরখাস্ত করা হয়েছে, নয়তো তাঁদের গৃহবন্দি করে রাখা হয়েছে।’’

বাইডেনের দাবি, রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে তিনি এমন অনেক কিছু শুনছেন। আপাতত আর কিছু বলছেন না। তিনি এও জানান, কিভ-সহ ইউক্রেনের কিছু জায়গা থেকে মস্কো সেনা কমানোর ঘোষণা করেছে বটে। তবে তার বাস্তবায়ন কতটা হচ্ছে বা আদৌ হচ্ছে কি না তা নিয়েও তাঁর যথেষ্ট সন্দেহ আছে।

আমেরিকার প্রেসিডেন্ট এও বলেন, কিছু জায়গায় সেনা নিয়ন্ত্রণও করে থাকতে পারে রাশিয়া। কিন্তু এর ফলে ডনবাস অঞ্চলে আক্রমণ আরও বাড়তে পারে। বাইডেনের কথায়, ‘‘তাই হলফ করে বলা যাবে না, কিভ থেকে সেনা সরছে কি না। বরং এই প্রমাণ মিলছে যে, পুতিন ডনবাসে আরও বেশি সংখ্যক সেনা পাঠাচ্ছেন।’’ শেষে বাইডেনের সংযুক্তি, ‘‘আমি একটু সন্দেহপ্রবণ। রাশিয়া ইউক্রেন থেকে সত্যিই সেনা কমাচ্ছে কি না, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন।’’