১৬ জুন ২০২৪, রবিবার, ১০:৩৬:৫৫ পূর্বাহ্ন


চারঘাটে ওয়ান শুটারগান ও ফেন্সিডিলসহ একজন গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২৪
চারঘাটে ওয়ান শুটারগান ও ফেন্সিডিলসহ একজন গ্রেফতার চারঘাটে ওয়ান শুটারগান ও ফেন্সিডিলসহ একজন গ্রেফতার


রাজশাহীর চারঘাট হতে ২টি ওয়ান শুটারগান ও ১০২ বোতল ফেন্সিডিলসহ মোঃ রফিকুল ইসলাম (৪২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ১২টায় চারঘাট থানাধীন রাওথা (ঘোষপাড়া) এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন কাজলা (চার রাস্তার মোড়) গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা (ঘোষপাড়া) গ্রামের আম বাগানের দক্ষিণ পার্শ্বে অবস্থিত পাকা রাস্তার উপর একজন অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে ২টি ওয়ান শুটারগান ও ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর বিরূদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।