০৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৪৯:৫৪ অপরাহ্ন


তানোরে খাস পুকুর ভরাটের অভিযোগ
তানোর(রাজশাহী)প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২৮-০৫-২০২৪
তানোরে খাস পুকুর ভরাটের অভিযোগ তানোরে খাস পুকুর ভরাটের অভিযোগ


রাজশাহীর তানোরে মহল্লাবাসির বাধা উপেক্ষা করে সরকারি খাস পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। উপজেলার মুন্ডুমালা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের টেটনা মহল্লার সাধুরমোড়ে এই পুকুর ভরাটের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, কতিপয় কাউন্সিলর বড় অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে পুকুর ভরাটে মাটি  দিয়ে সহায়তা করেছে।

এদিকে গত (২৭ মে) সোমবার মহল্লাবাসি পুকুর উদ্ধারের দাবিতে ডাকযোগে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) ও মুন্ডুমালা ইউপি ভুমি অফিস বরাবর লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, উপজেলার  মুন্ডুমালা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের টেটনাপাড়া সাধুর মোড় মহল্লায় একটি সরকারি খাস পুকুর ও পুকুর পাড়ের ভিপি সম্পত্তি রয়েছে।   ভিপি সম্পত্তিতে কয়েকটি পরিবার বসবাস করছেন। কিন্ত্ত টেটনাপাড়া সাধুর মোড় মহল্লার বাসিন্দা মৃত মহাসিন আলীর পুত্র শামসুল ইসলাম পুকুরের একাংশ জোরপুর্বক ভরাট করে নিয়েছে। এ ঘটনায় মহল্লাবাসির  মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, বিরাজ করছে উত্তেজনা। এবিষয়ে জানতে চাইলে 

স্থানীয় ভুমি কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।। এবিষয়ে জানতে চাইলে শামসুল ইসলাম বলেন,স্থানীয় কাউন্সিলরের অনুমতি নিয়ে তিনি পুকুরের কিছু অংশ ভরাট করেছেন।