১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ০১:৫৬:৪৩ পূর্বাহ্ন


লালপুরে আবুল কালাম আজাদ এমপিকে সংবর্ধনা
লালপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২৪
লালপুরে আবুল কালাম আজাদ এমপিকে সংবর্ধনা লালপুরে আবুল কালাম আজাদ এমপিকে সংবর্ধনা


নাটোরের লারপুরে আহমেদপুর দাখিল মাদ্রাসার পক্ষ থেকে নব নির্বাচিত নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার সকালে আহমেদপুর দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠ চত্বরে এই সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আহমেদপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবু সাইদ সরকার বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান জার্জিস, সহ-সভাপতি মিজানুর রহমান নান্টু। অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ হোসেন সরল,  যুবলীগের সা দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল সাইদ সরকার বাবুল, ইউপি সদস্য ওসমান গনি প্রমুখ।