২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০২:৫৬:৩৯ অপরাহ্ন


চন্দনাইশে শিশু ধর্ষণ মামলার ৫ বছর পর আসামি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২২
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলার ৫ বছর পর আসামি গ্রেপ্তার গ্রেপ্তারকৃত আসামি শিপন


চট্টগ্রামের চন্দনাইশে ৫ বছর আগে এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারা থানার চাতরী চৌমুহনী এলাকা থেকে শিপন নামে ওই  করা হয়।

গ্রেপ্তার শিপন চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামের সেলিমের ছেলে। তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন ধর্ষণের কথা স্বীকার করেছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের চন্দনাইশে ওই শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশি শিপন শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা ওইদিনই চন্দনাইশ থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে শিপনের বিরুদ্ধে ২০১৭ সালের ২১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার বিচার কাজ চললেও শিপন গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। মামলাটি বর্তমানে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এ বিচারাধীন।

রাজশাহীর সময় / এফ কে