২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৮:২০:৩৭ অপরাহ্ন


রাসিকের ৫টি মার্কেট নির্মাণ অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত
আবু হেনা:
  • আপডেট করা হয়েছে : ০৬-০৪-২০২২
রাসিকের ৫টি মার্কেট নির্মাণ অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত রাসিকের ৫টি মার্কেট নির্মাণ অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত


পিপিপি‘র আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৫টি বহুতল মার্কেট নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভায় স্বপ্নচূড়া প্লাজা, সিটি সেন্টার, দারুচিনি প্লাজা, বৈশাখী বাজার মার্কেট ও শিমলা সুপার মার্কেট নিয়ে আলোচনা করা হয়। 

সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ই সাঈদ, সহকারী প্রকৌশলী তানজির রহমান বন্ধন, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগ, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মোঃ মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময় / এম আর