১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১২:২২:০৭ পূর্বাহ্ন


রাণীশংকৈল ছাত্র-জনতার অসহযোগ আন্দোলন, বিক্ষোভ মিছিল,সড়ক অবরোধ
রানীশংকলৈ(ঠাকুরগাঁও)প্রতনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২৪
রাণীশংকৈল ছাত্র-জনতার অসহযোগ আন্দোলন, বিক্ষোভ মিছিল,সড়ক অবরোধ রাণীশংকৈল ছাত্র-জনতার অসহযোগ আন্দোলন, বিক্ষোভ মিছিল,সড়ক অবরোধ


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রোববার (৪ আগস্ট) সরাদেশের অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ দিন বিকাল ৪ টায় আন্দোলনকারীরা পৌর শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে থেকে জড়ো হয়ে হাতে লাঠিসোঁটা, ব্যানার পোস্টারসহ একটি মিছিল নিয়ে রানীশংকলৈ বন্দর অভিমুখে আসে। 

অপরদিকে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নতেৃবৃন্দও লাঠি সোঁটা হাতে নিয়ে পলাশ মার্কেট থেকে একটি মিছিল করে করে। দুইদিক থেকে আসা মিছিল দুটি শহরের মুক্তা চত্বরে একত্রিত হয়ে প্রায় পাঁচ শতাধিক আন্দোলনকারী বন্দর চৌরাস্তা মৌড়ে গিয়ে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। এবং সরকার পদত্যাগ বিরোধী বিভিন্ন শ্লোগান দেন। এরপর মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে শিবদিঘি যাত্রী ছাউনি তিন রাস্তার মৌড়ে গিয়ে রাস্তার তিন দিকে আগুন জ্বালিয়ে প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে। 

এ সময় আন্দোলনকারীরা শেখ হাসিনার এক দফার পদত্যাগ দাবীসহ কোটা সংস্কার আন্দোলনকারী নিহতদের দ্রুত বিচারের দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। এবং তারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। অপর দিকে উপজেলার নেকমরদ উপ শহরে সাধারণ শিক্ষার্থীরা একটি অসহযোগ আন্দোলনের মিছিল বের করেন। এদিকে অসহযোগ আন্দোলনে থানা পুলিশ প্রশাসনের কোন সদস্য ও উপজেলা প্রশাসনের কোন প্রদক্ষেপ লক্ষ করা যায়নি। এ সময় উপজেলা পরিষদ ও থানার মূল ফটক বন্ধ রেখে তাদেরকে ভিতরে থাকতে দেখা গেছে।