২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৪৭:৫৯ অপরাহ্ন


পুঠিয়ায় মোটরসাইকেল চোর চক্রের প্রধান আতিক গ্রেফতার
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৭-০৪-২০২২
পুঠিয়ায় মোটরসাইকেল চোর চক্রের প্রধান আতিক গ্রেফতার পুঠিয়ায় মোটরসাইকেল চোর চক্রের প্রধান আতিক গ্রেফতার


রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেল চোর চক্রের প্রধান আতিকুল ইসলাম আতিক (৩০)কে  গ্রেফতার করেছেন পুলিশ। তিনি স্থানীয় একটি কলেজের পিয়ন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে তিনি তার চাকরিস্থলে আসলে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানান, সম্প্রতি আতিকের বিরুদ্ধে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা হয়। এরপর তিনি পলাতক থাকেন। এমনকি কলেজেও অনুপস্থিত থাকেন। বৃহস্পতিবার তিনি কলেজে আসলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেন। আতিক পুঠিয়ার সৈয়দপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, ট্রাক হেলপার অপহরণ মামলায় আতিক জামিনে রয়েছেন। এরপর কিছুদিন আগে তার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা হয়। গত ছয় মাসে পুঠিয়া সদর এলাকা থেকে ৫/৬ টি মোটরসাইকেল চুরি হয়েছে। এসবের খোঁজ পেতে জিঙ্গাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন জানানো হবে। 

রাজশাহীর সময় / এম আর