১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ০১:৩৭:১২ পূর্বাহ্ন


লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত ৪
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৪-০৮-২০২৪
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত ৪ ফাইল ফটো


লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন আন্দোলনকারী নিহত হয়েছেন। এর মধ্যে তিনজনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতরা হলেন- আফনান পাটওয়ারী, কাউছার, সাব্বির ও মিরাজ। এর মধ্যে আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে আফনান মারা যায়। 

রোববার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএমও অরুপ পাল বলেন, অর্ধশতাধিক আহত রোগীকে হাসপাতাল আনা হয়েছে। এর মধ্যে তিনজনকে মৃত পেয়েছি। তারা গুলিবিদ্ধ। এ ছাড়া ঢাকা নেওয়ার পথে একজন মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযোগ রয়েছে, আজ দুপুর ১২টার দিকে শহরের মাদাম ব্রিজ এলাকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু আন্দোলনকারীদের লক্ষ করে গুলি করেন। পরে আন্দোলনকারীরা দুপুর ২টার দিকে তার শহরের তমিজ মার্কেট এলাকার বাসা ঘেরাও করলে ফের ছাদ থেকে টিপু আন্দোলনকারীদের গুলি করেন। এতে শতাধিক আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়। এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা টিপুর বাসায় পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

এ ব্যাপারে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদারকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।