১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ০১:২২:২৫ পূর্বাহ্ন


শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেলে আগুন, নিহত ২৪
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৪
শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেলে আগুন, নিহত ২৪ ছবি: সংগৃহীত


যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪ তলা ওই হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এ এম মামুন মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে জানান, জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এর আগে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রার্থ প্রতীম চক্রবর্তী গতকাল সোমবার রাত ১০টার দিকে জানান পর্যন্ত জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড়শর বেশি হাসপাতালে ভর্তি রয়েছে। নিহতদের মরদেহ মর্গে রয়েছে। 

এদিকে গতকাল সোমবার এ অগ্নিকাণ্ডের ঘটনার পর বিকেল ৫টার দিকে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক রাশেদ খান জানান, বিজয় মিছিল নিয়ে আমরা চিত্রার মোড় অতিক্রম করার সময় আমাদের মিছিলের পেছন থেকে কিছু দুর্বৃত্ত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমাদের ছাত্র সমাজের কেউ এমন নাশকতার সঙ্গে জড়িত নয় এবং এর আগেও তারা কোনো নাশকতা করেনি।