রাজশাহী জেলায় অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম।
অভিযান চলাকালে থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী থানা ৪ জন, মোহনপুর থানা ৯ জন, বাগমারা থানা ৭ জন, দুর্গাপুর থানা ২ জন, পুুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ৯ জন ও বাঘা থানা ১ জনকে গ্রেফতার করে।
যার মধ্যে ২২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
দুর্গাপুর থানা পুলিশ মোঃ সেন্টু মিয়া(৪৫) ও মোঃ ইদ্রীস আলী(৫৫) কে ১০লিটার খেজুর রসের তাড়িসহ গ্রেফতার করে। চারঘাট মডেল থানা পুলিশ মোঃ জাহিদ হাসান(২৭) কে ১২৪পিচ ইয়াবাসহ আটক করে। বাঘা থানা পুলিশ মোঃ হাফিজুল ইসলাম ওরফে রহিত(২৫) কে ১০০গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।