০৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:২৮:০৩ অপরাহ্ন


পুঠিয়ায় সাবেক এমপি নাদিম মোস্তফার স্মরণে শোক সভা
আরিফুল হক (রুবেল মাস্টার) স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৯-২০২৪
পুঠিয়ায় সাবেক এমপি নাদিম মোস্তফার স্মরণে শোক সভা পুঠিয়ায় সাবেক এমপি নাদিম মোস্তফার স্মরণে শোক সভা


রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি'র সাবেক সভাপতি মরহুম এ্যাড. নাদিম মোস্তফা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সকল ছাত্র-জনতার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ৩টায় বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে পুঠিয়া উপজেলা বিএনপি।

শোকসভায় পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম মিন্টু সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত নাদিম মোস্তফার সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা এ্যাড. নুরুন্নাহার পারুল। বিশেষ অতিথি ছিলেন, প্রয়াত নাদিম মোস্তফার পুত্র জুলফিকার নাঈম বিস্ময়, উপজেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনছুর রহমান মাস্টার, বেলপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রজব আলী, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়াজিউদ্দীন মোহাম্মদ সাইফুল্লাহ,

দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুল হক আসাদ, সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, বানেশ্বর সরকারি কলেজের সাবেক ভিপি রায়হানুল হক রায়হান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বানেশ্বর বনিক সমিতির আহবায়ক মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান খলিল, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক নাজমুল হুদা বাবু, পুঠিয়া পৌর যুবদলের সাবেক সভাপতি আরিফুল হক রুবেল, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস সরকার, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াসিমুল বারী, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ফারুক রায়হান, উপজেলা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির, পৌর যুবদলের সাবেক আহবায়ক রিপন রেজা, পৌর যুবদলের সাবেক আহবায়ক নেফাউর রহমান সুমন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন বিএনপি নেতা পলান সরদার প্রমুখ।