২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৮:৩৫:২০ পূর্বাহ্ন


রুশ হামলায় ইউক্রেনের দিনিপ্রো বিমানবন্দর ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৪-২০২২
রুশ হামলায় ইউক্রেনের দিনিপ্রো বিমানবন্দর ধ্বংস ফাইল ফটো


মধ্য ইউক্রেনের দিনিপ্রো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ওই বিমানবন্দর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য জানান। রবিবার (১০ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

শহরের সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো টেলিগ্রামে বলেন, 'দিনিপ্রো বিমানবন্দরে আরেকটি হামলা চালানো হয়েছে। এতে আর কিছু বাকি নেই। ইতোমধ্যে এটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিমানবন্দর এবং এর চারপাশের অবকাঠামো ধ্বংস হয়েছে।  

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৪৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। 

রাজশাহীর সময়/এএইচ