০৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৯:০৮:২১ অপরাহ্ন


মহানগরীর বালিয়াপুকুরে জুয়া খেলা অবস্থায় ১০জন জুয়াড়িকে গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
মহানগরীর বালিয়াপুকুরে জুয়া খেলা অবস্থায় ১০জন জুয়াড়িকে গ্রেফতার মহানগরীর বালিয়াপুকুরে জুয়া খেলা অবস্থায় ১০জন জুয়াড়িকে গ্রেফতার


রাজশাহী মহানগরীতে জুয়া খেলা অবস্থায় ১০জন জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও তাস উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো: মোঃ জালাল উদ্দীন (৫২), মোঃ জলিল (৫৪), সাইদুল (৪৯), আইনুল (৪২), মোঃ পিয়ারুল ইসলাম (৪৪), আসাদুর রহমান (৪৫), সাইদুল ইসলাম কালু (৪০), জুবায়ের হোসেন (৩৯), মোঃ মাসুদ (৫২) ও ইন্দ্রোজিৎ কুমার ঘোষ (৩৬)। তাঁরা সকলেই মহানগরীর বোয়ালিয়া ও মতিহার থানার এলাকার বাসিন্দা।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, মঙ্গলবার রাতে মহানগর ডিবি পুলিশ জানতে পারেন, মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর বড় বটতলা এলাকায় কতিপয় জুয়াড়িরা জুয়ায় আসর বসিয়ে জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের নগদ আর্থ ও তাস-সহ গ্রেফতার করে এসআই মোঃ শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে গ্রেফতারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়ে