০৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৯:৩৪:০০ অপরাহ্ন


চলচ্চিত্রস্রষ্টা ‘ঋত্বিক কুমার ঘটক’ এর পৈতৃক বসতভিটা সংরক্ষণসহ ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি :
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
চলচ্চিত্রস্রষ্টা ‘ঋত্বিক কুমার ঘটক’ এর পৈতৃক বসতভিটা সংরক্ষণসহ ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদান চলচ্চিত্রস্রষ্টা ‘ঋত্বিক কুমার ঘটক’ এর পৈতৃক বসতভিটা সংরক্ষণসহ ৫ দফা দাবীতে স্মারকলিপি প্রদান


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রস্রষ্টা ‘ঋত্বিক কুমার ঘটক’ এর পৈতৃক বসতভিটা ভাঙার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করাসহ ঐতিহ্যবাহী এই বসতভিটা সংরক্ষণে কতিপয় দাবি ও প্রস্তাবসংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়েছে।  

আজ মঙ্গলবার বিকেলে চলচ্চিত্র নির্মাতা ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির একটি প্রতিনিধি দল রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠা বরাবর প্রেরণ করা হয়েছে।

স্মারকলিপির অন্যতম দাবীগুলো হলো- ‘ঋত্বিক কুমার ঘটক’ এর পৈতৃক বসতভিটা ভাঙার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতবাড়ির টিকে থাকা অংশের (০.১৬০৩ একর) জমি সংরক্ষণ করে তাতে পরবর্তীকালে ঋত্বিকের নামে চলচ্চিত্রকেন্দ্র প্রতিষ্ঠার জন্য উক্ত জমি অবমুক্ত ঘোষণা করতে হবে। রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সাবেক সামরিক শাসক এরশাদের সময়ে ১৯৮৭-৮৮ সালের দিকে এই জমি ইজারা পায়। এই ইজারা পুনর্বিবেচনা করতে হবে এবং ইজারা বাতিল করে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহীর নামে স্থায়ী ব্যবস্থা অথবা/এবং জেলা প্রশাসন কর্তৃক সংরক্ষণের ব্যবস্থা করতে হবে; পরবর্তীকালে বহুতল ‘ঋত্বিক কমপ্লেক্স’ ভবন নির্মাণ করা হবে মূলত ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটার আবহকে কেন্দ্র করে। সেখানে গড়ে তোলা হবে ‘ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র’ এবং ‘ঋত্বিক ফিল্ম ইন্সটিটিউট’ যেখানে চলচ্চিত্রবিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হবে। আরও থাকবে ঋত্বিক সংগ্রহশালা বা সাংস্কৃতিক জাদুঘর, স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, এক্সিবিশন গ্যালারি, বিভিন্ন ধরণের ল্যাব, গ্রন্থাগার, প্রভৃতি। থাকবে সাংস্কৃতিক কর্মীদের জন্য বিশ্রামাগারসহ চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতাদের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা।

এদিকে ঋত্বিক কুমার ঘটকের ৯৯ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের দ্বিতীয় দিনে ঋত্বিক আলোচনায় অংশগ্রহণ করেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন, মোহাম্মদ তাওকীর ইসলাম, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ছোটকাগজ খাপড়ার সম্পাদক নাদিম সিনা।