০৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:৫৫:৩১ অপরাহ্ন


নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ শিশু
মো: রায়হান আলী ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ শিশু নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজ শিশু


ফরিদপুর জেলা থেকে বেড়াতে আসা শিশু পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদীতে ডুবে নিখোঁজ পাবনা জেলার ভাঙ্গুড়া পৌরসভার কলেজপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে বড়াল নদীতে ডুবে নিখোঁজ হয়েছে এক শিশু।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটির বয়স ৪ বছর। সে ফরিদপুর জেলার বাসিন্দা।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি নানার বাড়িতে এসে খেলাধুলা করছিলো। খেলতে খেলতে সে নদীর পাড়ে চলে যায় এবং সেখানেই হঠাৎ পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই সে ডুবে নিখোঁজ হয়। 

শিশুটির নানার নাম খোকন, তিনি একজন ব্যবসায়ী। শিশুটির বাবা সবুজও  ব্যবসায়ী। এ ঘটনায় এলাকাবাসী এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গুড়া থানার পুলিশ কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন। তবে, দীর্ঘ চেষ্টা সত্ত্বেও দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। 

নদীর পাড়ে হাজারো মানুষের ভিড় এবং কলেজপাড়া এলাকার ব্রিজে জনসমাগম দেখা যায়। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন নিখোঁজ শিশুটির সন্ধান চালিয়ে যাচ্ছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।