১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ০১:৪১:০৩ পূর্বাহ্ন


বরিশালে জামাইয়ের মারধরে শ্বশুরের মত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৪-২০২২
বরিশালে জামাইয়ের মারধরে শ্বশুরের মত্যু ফাইল ফটো


বরিশালের গৌরনদীতে সাবেক মেয়ে জামাইয়ের মারধরের হারুন মৃধা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার হোসনাবাদের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত হারুন মৃধা মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামের বিশাই মৃধার ছেলে। তিনি গৌরনদীর হোসনাবাদ খেয়াঘাটের নৌকার মাঝি ছিলেন। হামলাকারী মাসুম বয়াতি মুলাদী উপজেলার সাহেবের চর গ্রামের সিকিম আলী বয়াতির ছেলে।

হারুন মৃধার স্বজনরা জানান, দুই বছর আগে মাসুম বয়াতির সঙ্গে হারুন মৃধার মেয়ের বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে এক মাস আগে মাসুমকে তালাক দেনে হারুন মৃধার মেয়ে। বিয়ে বিচ্ছেদ হলেও মাসুম নানাভাবে হারুন মৃধার মেয়েকে হয়রানি করে আসছিলেন।

সোমবার বিকেলে হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় হারুন মৃধার সঙ্গে মাসুমের দেখা হয়ে। এ সময় হারুন মৃধা তার মেয়েকে হয়রানির কারণ জানতে চান মাসুমের কাছে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম ক্ষিপ্ত হয়ে হারুন মৃধাকে মারধর করে। কিছুক্ষণ পর হারুন মৃধা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা মৃতের লাশ থানায় নিয়ে আসছে। পাশাপাশি অভিযুক্ত মাসুম বয়াতিকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

রাজশাহীর সময়/এএইচ