০৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৮:৫৩:৩৪ অপরাহ্ন


ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষক পেলেন প্রণোদনার সার ও বীজ
কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২৪
ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষক পেলেন প্রণোদনার সার ও বীজ ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষক পেলেন প্রণোদনার সার ও বীজ


দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার (১১ নভেম্বর) উপজেলা ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২০২৪/২৫ অর্থবছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ ও অড়হড় চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিতরণী কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।

পরে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম, শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাষ্টার, উপজেলা হিসাবরক্ষক লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায় প্রমুখ।

শেষে পৌরসভাসহ উপজেলার ৭ ইউনিয়নের ২ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষকপ্রতি এক কেজি সফলের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।