০৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ০৮:৫৯:০৩ অপরাহ্ন


সিমলা পার্কের গাছ হত্যায় ইয়্যাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তি :
  • আপডেট করা হয়েছে : ১২-১১-২০২৪
সিমলা পার্কের গাছ হত্যায় ইয়্যাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ সিমলা পার্কের গাছ হত্যায় ইয়্যাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ


সিমলা পার্কের গাছ হত্যায় উন্নয়ন গবেষণাধর্মী তরুণ-যুব সংগঠন ‘ইযুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। গাছ হত্যার প্রতিবাদে সংগঠণটি গাছ হত্যা বন্ধ ও পরিবেশ-প্রতিবেশ-প্রাণবৈচিত্র্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে।

সোমবার সকালে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর হাতে এ স্মারকলিপি প্রদান করেন। পৃথক স্মারকলিপি রাজশাহী জেলা প্রশাসক বরাবর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার এর হাতে  প্রদান করা হয়েছে।

ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি মো. শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিকের স্বাক্ষরিত স্মারকলিপির অন্যতম দাবীসমূহ হলো- সিমলা পার্কের বৃক্ষ হত্যা দ্রুত বন্ধ করতে হবে এবং সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে; সিমলা পার্কের পূর্বের সেই প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে দিতে হবে এবং জনসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে; পার্কটিকে সংরক্ষণ করে পাখির অভয়ারণ্য হিসেবে স্বিকৃতি ও ঘোষণা করতে হবে। পাশাপাশি পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর সচেতনতামূলক নির্দেশীকা স্থাপন করতে হবে; বৃক্ষহত্যা বন্ধ, প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃক্ষসহ সকল প্রকার বৃক্ষ সংরক্ষণে আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

প্রয়োজনে বৃক্ষ সংরক্ষণে যুগোপযোগী আইন দ্রুত প্রণয়ন করতে হবে; রাজশাহী মহানগরীতে অবস্থিত সকল খেলার মাঠ, বিনোদন কেন্দ্র, উন্মুক্ত স্থান, পার্ক ও উদ্যানগুলো সুরক্ষায় দখল-দূষণমুক্ত এবং লিজপ্রথা বাতিল করে তাতে জনসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

স্মারকলিপিতে আরো বলা হয়েছে- একসময় সিমলা পার্কে ছিল নীরব ও মনোমুগ্ধকর মনোরম পরিবেশ। সবসময় পাখির কলকাকলিতে মুখরিত থাকত। সেখানে দেখা মেলে নানা প্রজাতির পাখি। কিন্তু এখন সিমলা পাকের সেই মনোরম পরিবেশ আর নেই। সিমলায় থাকা নানা প্রজাতির গাছ হত্যা করা হয়েছে এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হয়েছে। রাজশাহীকে সবুজময় বা রাজশাহীর সবুজায়ন রক্ষা করতে হলে সকল প্রকার বৃক্ষ হত্যা বন্ধ করতে হবে দবি জানান তারা ।