১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:১১:৪৬ পূর্বাহ্ন


রাস্তা আটকে দেওয়ায় বিপাকে কয়েকটি পরিবার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২২
রাস্তা আটকে দেওয়ায় বিপাকে কয়েকটি পরিবার রাস্তা আটকে দেওয়ায় বিপাকে কয়েকটি পরিবার


মোংলায় সরকারি একটি রাস্তা আটকে দেওয়ায় চলাচলে বিপাকে পড়েছে কয়েকটি পরিবার।

উপজেলার চিলা ইউনিয়নের বালুর মোড় এলাকায় টি আর এবং এলজি এলপি প্রকল্পের রাস্তাটি আটকে দেয় একই এলাকার দেব বাড়ই, বিশ্বজিৎ হালদার ও অনিমেশ বিশ্বাস। এতে বাড়িতে যাওয়ার একমাত্র চলাচলের পথ আটকে গেলে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী অমর বাড়ই এই অভিযোগ দিয়েছেন। 

অভিযোগের সত্যতা স্বীকার করে ইউএনও কমলেশ মজুমদার বলেন, বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আকবর গাজীকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।

চেয়ারম্যান আকবর গাজী বলেন, সংশ্লিষ্ট ইউপি মেম্বার কৌশিক মৌলিক কানুর মাধ্যমে শুনেছি -ওই রাস্তাটি একটি মন্দিরের রাস্তা। মন্দিরকে সুরক্ষিত রাখার জন্য এটি আটকে দেওয়া হয়েছে। তবে মানুষ চলাচলের পথও সেখানে রাখা হয়েছে। কোন অসুবিধা হচ্ছেনা বলে মেম্বার কানু তাকে বলেছেন।

রাজশাহীর সময় /এএইচ