১৪ জানুয়ারী ২০২৫, মঙ্গলবার, ০২:০২:৩২ পূর্বাহ্ন


ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০২-১২-২০২৪
ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু ফাইল ফটো


নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চখের ব্রিজ এলাকায় রাজশাহী অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- কুরবান আলী (৩৫) ও তার মেয়ে কোহেলী (১০)। নিহত কুরবান আলী উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, মরদেহ দুটি দেখার পর স্থানীয়রা থানায় সংবাদ দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধারে কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হয়েছে।