২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১০:০৮:১১ অপরাহ্ন


লালপুরে পরিবারের অত্যাচার সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা
লালপুর(নাটোর)প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৪-২০২২
লালপুরে পরিবারের অত্যাচার সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা লালপুরে পরিবারের অত্যাচার সইতে না পেরে বৃদ্ধার আত্মহত্যা


নাটোরের লালপুরে পুত্র-পুত্রবধু ও নাতী নাতনীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন রোজিনা বেগম(৮৫) নামের এক বৃদ্ধা। সোমবার সকালে এ ঘটনা ধামাচাপা দিয়ে লাশ দাফন করতে গেলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। উপজেলার পাটিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধা রোজিনা বেগম(৮৫) পাটিকাবাড়ি গ্রামের মৃত আলিম উদ্দিনের স্ত্রী।

প্রতিবেশীরা জানায়, রোজিনা বেগম ৪ ছেলে ও ৩ মেয়ের জননী। অর্থ বিত্তে সবাই বিত্তশালী হলেও রোজিনা বেগমের দিন কাটতো অনাদর অবহেলায়। পারিবারিকভাবে পুত্র-পুত্রবধু সহ নাতী নাতনীরাও তাকে শারীরিক মানষিকভাবে নির্যাতন করতো। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়েই বিষপান করেন বৃদ্ধা রোজিনা। এদিকে বিষপানের ঘটনা ধামাচাপা দিয়ে লাশ দাফন করার খবর পেয়ে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনোয়ারুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

রাজশাহীর সময় / এম আর