১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার, ০১:৪১:১৭ পূর্বাহ্ন


রাবি আবাসিক হলে আল-কুরআন পোড়ানোর ঘটনায় রাবি শিক্ষক ফোরামের উদ্বেগ ও নিন্দা
রাবি প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ১২-০১-২০২৫
রাবি আবাসিক হলে আল-কুরআন পোড়ানোর ঘটনায় রাবি শিক্ষক ফোরামের উদ্বেগ ও নিন্দা রাবি আবাসিক হলে আল-কুরআন পোড়ানোর ঘটনায় রাবি শিক্ষক ফোরামের উদ্বেগ ও নিন্দা


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে পবিত্র আল-কুরআন পুড়িয়ে অবমাননার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

রোববার (১২ জানুয়ারি) ফোরামের সভাপতি প্রফেসর আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক প্রফেসর আমীরুল ইসলাম ফোরামের পক্ষ থেকে এক বার্তায় প্রতিবাদ ও নিন্দা জানান।

বার্তায় নেতৃবৃন্দ বলেন, গতকাল কাল (১১ জানুয়ারি, ২০২৫) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, শেরে বাংলা হল, শাহ মাখদুম হল, মাদারবক্স হল এবং মতিহার হলে কতিপয় দুষ্কৃতকারী, উগ্রবাদী, দেশে বিশৃঙ্খলাকারী গোষ্ঠী মুসলীম জাতির প্রাণের স্পন্দন পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন পুড়িয়েছে এবং ভারতীয় উগ্রবাদী সংগঠন বিজেপির লোগো সংবলিত স্টিকার দেয়ালে লাগিয়ে রেখেছে। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমরা এহেন ঘৃণিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং মুসলমান জাতির ধর্মীয় গ্রন্থ হলো পবিত্র আল কুরআন। এ জাতি সেই পবিত্র ধর্মগ্রন্থের অসম্মান অবমাননা কখনও মেনে নিবে না, মেনে নিতে পারে না। এই উগ্রবাদী গোষ্ঠী এই দেশের মানুষের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর অপচেষ্টা চালাচ্ছে। এদেশকে অশান্ত অকার্যকর রাষ্ট্রে পরিণত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ভারতীয় উগ্রবাদী গোষ্ঠী চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।