রবীনা টন্ডনের কন্যা রাশা বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন ‘আজ়াদ’ ছবির মাধ্যমে। ইতিমধ্যেই রাশার ‘উই আম্মা’ গানটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সম্প্রতি মাকে সঙ্গে নিয়ে নিজের ছবির প্রচারে সলমন খানের শো ‘বিগ বস্ ১৮’-র মঞ্চে আসেন রাশা । সেখানেই মেয়ের সামনে নিজের নায়কের কথা শুনে লাজে রাঙা হলেন রবীনা।
সালমান ও রবীনা প্রথম জুটি বেঁধে যে ছবি করেন, সেটি ছিল ‘পত্থর কে ফুল’। প্রায় ৩৩ বছর আগের কথা। ছবির গান সেই সময় বেশ জনপ্রিয় হয়। তার পর আরও বেশ কিছু ছবি করেন সালমান-রবীনা। তাঁদের বন্ধুত্ব এখনও অটুট। ‘বিগ বস্’-এর মঞ্চে সালমান-রবীনার বেশ কিছু পুরনো ছবি দেখানো হয়। সেখানেই ‘পত্থর কে ফুল’ ছবির পোস্টার দেখানো হয়। সেখানে সালমানের পিঠের উপর রবীনা। ছবি দেখেই লজ্জায় পড়ে যান রবীনা।
অভিনেত্রী বলেন, “এই সময় সালমান আমাকে পিঠে নিয়ে জিজ্ঞেস করে, ‘তোমার ওজনটা ঠিক কত?’’’ সেই সময় নায়ককে তেমন কিছু না বললেও ‘বিগ বস্’-এর মঞ্চে নিজেই স্বীকার নেন, তাঁর ওজন সেই সময় বেশ বেশি ছিল। যার ফলে তাঁকে পিঠে নেওয়াটা বেশ কঠিনই ছিল সালমানের পক্ষে।