১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার, ১২:৫০:৩১ পূর্বাহ্ন


পুঠিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত!
মেহেদী দাম (পুঠিয়া প্রতিনিধি):
  • আপডেট করা হয়েছে : ২০-০১-২০২৫
পুঠিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত! রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি’র প্রতিষ্ঠাতা


রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গেল রোববার (১৯ জানুয়ারি) বাদ মাগরিব স্থানীয় বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিড়ালদহ কলেজের হল রুমে রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন লাবীবের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলার ৩ নং বানেশ্বর ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক জনাব মোঃ এন্তাজ আলী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আগামী সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল— কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদ্য সাবেক কোষাধ্যক্ষ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্যার এ. এফ. রহমান হল শাখার সাবেক সভাপতি জনাব মোঃ গোলাম মোস্তফা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জুলফিকার রহমান ভুট্টো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আবু সাঈদ আকবর, ভাড়রা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ আবু বকর সিদ্দিক, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুস সালাম, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী মুন্না, পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন জামিল,  পুঠিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমরান হক রুবেল, পুঠিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. গোলাম কিবরিয়া, বানেশ্বর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিক আসলাম, পুঠিয়া উপজেলার ৬ নং জিউপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিব মন্ডল, পুঠিয়া উপজেলার ৬ নং জিউপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শওকত হাসান শানু, পুঠিয়া উপজেলার ৬ নং জিউপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি নিলয় বাদশা, যুবনেতা তাবারক হোসেন, রিপন মোল্লাহ, সোহানুর রহমান সঞ্জু, ফারুক হাসান, জাহিদ নয়ন প্রমুখ। এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি জনাব মোঃ গোলাম মোস্তফা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা এবং রাষ্ট্র মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনার পাশাপাশি তাঁদের কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফিরাত এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা ক’রে দোয়া ও মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়।