১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার, ১২:২৫:৫৯ পূর্বাহ্ন


মোটরসাইকেলে তুলে বিদ্যালয়ে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৫
মোটরসাইকেলে তুলে বিদ্যালয়ে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার মোটরসাইকেলে তুলে বিদ্যালয়ে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার


নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. সজিব হোসেন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাতে সজিব হোসেনকে উপজেলার নানাইচ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলা আমাইতারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলা সদর আমাইতারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সজিব হোসেন ফার্শিপাড়া গ্রামের এক গৃহবধূকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে কৌশলে খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে গিয়ে সজিব হোসেন ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ১৭ জানুয়ারি ওই নারী বাদী হয়ে ধামইরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম জানান, ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আর ওই নারীকে পুলিশের হেফজতে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।