১৫ মার্চ ২০২৫, শনিবার, ১০:৩৬:৫২ পূর্বাহ্ন


দুর্গাপুরে জমি দখলের চেষ্টা ও প্রাননাশের হুমকি, থানায় জিডি
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ১৩-০২-২০২৫
দুর্গাপুরে জমি দখলের চেষ্টা ও প্রাননাশের হুমকি, থানায় জিডি দুর্গাপুরে জমি দখলের চেষ্টা ও প্রাননাশের হুমকি, থানায় জিডি


রাজশাহীর দুর্গাপুরে  জমিজমা ও পূর্ব শক্রতার জেরধরে প্রাণনাশের হুমকির অভিযোগে রহিদুল ইসলাম ও বল্টু মন্ডলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে উপজেলার বখতিয়ারপুর গ্রামের মোঃ আবুল কালাম আজাদ (৪৬) নামের এক ভুক্তভোগী ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী  জীবনের নিরাপত্তা চেয়ে  থানায়  সাধারণ ডায়েরি (জিডি) করেন । যার জিডি নম্বর -৫৯০। 

বিবাদীরা হলেন, উপজেলার বখতিয়ারপুর গ্রামের মৃত দুলাল মন্ডলের ছেলে মোঃ রহিদুল ইসলাম (৩৮) ও মোঃ লিয়াকত আলী মন্ডলের ছেলে মোঃ বল্টু মন্ডল (৪৫) 

বিষয়টি  নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার এএসআই  নাজমুস ছাকিব। 

ভুক্তভোগী মোঃ আবুল কালাম আজাদ সাধারণ ডায়রিতে উল্লেখ করেন, জমি  সংক্রান্ত বিষয়ে আদালতে একটি মামলা হয়। সেই মামলায় আপোষ মীমাংসা হওয়ার জন্য চাপ দিয়ে আসছে। এবং তারা আমার জমি দখল চেষ্টা করে।  এরই জের ধরে গত মঙ্গলবার রাতে বখতিয়ারপুর (পূর্বপাড়া) মোড়ে পূর্ব শত্রুতার জেরকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বিবাদীগন বিভিন্ন প্রকার গালিগালাজ করে। আমি নিষেধ করলে বিবাদীগণ আমাকে হত্যার হুমকি দেয় ও  বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শণ করেন।  

অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে রহিদুল ইসলাম ও বল্টু মন্ডলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

জমি দখল চেষ্টা ও প্রান নাশের হুমকির ঘটনায়  প্রশাসনের কাছে সুস্থ বিচার দাবি করেছে ভুক্তভোগী মোঃ আবুল কালাম আজাদের পরিবার।

এবিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দুরুল হোদা জানান, প্রাননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় ভুক্তভোগী একটি জিডি করেছে।  ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।