১৫ মার্চ ২০২৫, শনিবার, ১১:৩৮:২৫ পূর্বাহ্ন


মহানগরীতে যুবলীগ নেতা শফিক-সহ গ্রেফতার ২০
নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট করা হয়েছে : ১৩-০২-২০২৫
মহানগরীতে যুবলীগ নেতা শফিক-সহ গ্রেফতার ২০ মহানগরীতে যুবলীগ নেতা শফিক-সহ গ্রেফতার ২০


রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে "ডেভিল হান্ট" ২জন আ'লীগ ও মহানগর যুবলীগ নেতা শফিক-সহ ২০জন গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ।

গত ২৪ ঘন্টায় তাদের মহানগর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। 

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলো: মোঃ শফিকুল ইসলাম ওরফে শফিক (৪৭), তিনি মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার সাহাজুদ্দিনের ছেলে এবং যুবলীগের সাবেক কার্য নির্বাহী সদস্য ও শহিদুল ইসলাম (৩৫), তিনি মহানগরীর কর্ণহার থানার বাঘচাপা এলাকার মোঃ আব্দুস সোবহানের ছেলে এবং মহানগর আওয়ামীলীগ কর্মী। 

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়াও থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৮ জন গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে মাদক মামলায় ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৭জন এবং অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।