১৫ মার্চ ২০২৫, শনিবার, ১০:১৯:০১ পূর্বাহ্ন


গোদাগাড়ীতে ৪৩ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার নাটু
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
  • আপডেট করা হয়েছে : ১৩-০২-২০২৫
গোদাগাড়ীতে ৪৩ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার নাটু গোদাগাড়ীতে ৪৩ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার নাটু


রাজশাহীর গোদাগাড়ীতে ৪৩ বোতল ফেনসিডিল সহ মোঃ শহিদুল ইসলাম নাটু (৩৫), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় গোদাগাড়ী থানাধীন ফুলতলী বালুরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ শহিদুল ইসলাম নাটু (৩৫), সে গোদাগাড়ী থানার দিয়ার মানিক চরের মোঃ শাহাজাহান আলী জুমুর ছেলে। 

বুধবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী নাটু দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল  ভারতীয় সিমান্ত এলাকা থেকে  অবৈধভাবে সংগ্রহ করে নিজ এলাকায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করে ।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারী নাটুর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।