২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ০৬:১৭:১১ পূর্বাহ্ন


গাজীপুরের কাপাসিয়ায় শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২৫
গাজীপুরের  কাপাসিয়ায় শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গাজীপুরের কাপাসিয়ায় শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার


গাজীপুরের কাপাসিয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রানু মিয়া ওরফে লাল মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

রানু কড়িহাতা ইউনিয়নের পালপাড়া গ্রামের মৃত ওয়ারেস আলীর ছেলে। 

ভুক্তভোগীর বাবা জানান, ২৬ ফেব্রুয়ারি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন রানু।

শিশুটির চিৎকারে প্রতিবেশীরা টের পেলে পালিয়ে যান তিনি।

শিশুটির মা বলেন, ঘটনার পর লোকলজ্জায় পুলিশকে জানাননি তারা। কিন্তু ঘটনা প্রকাশ হওয়ার পর তাদেরকে এলাকা ছাড়ার হুমকি দেয় রানু মিয়াসহ তার লোকজন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক কালের কণ্ঠকে বলেন, ‘শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত রানুকে গ্রেপ্তার করা হয়েছে।