২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ০৫:০৩:৪৫ পূর্বাহ্ন


ধর্ষণ মামলার আসামি পুলিশি হেফাজত থেকে পলায়ন, গ্রেপ্তার করল র‌্যাব
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৪-০৩-২০২৫
ধর্ষণ মামলার আসামি পুলিশি হেফাজত থেকে পলায়ন, গ্রেপ্তার করল র‌্যাব ধর্ষণ মামলার আসামি পুলিশি হেফাজত থেকে পলায়ন, গ্রেপ্তার করল র‌্যাব


ঢাকার কেরানীগঞ্জের মডেল থানা পুলিশ হেফাজত থেকে পলাতক গণধর্ষণ মামলার আসামি শহীদুলকে (২২) নেত্রকোণা জেলার কলমাকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত শহীদুল কিশোরগঞ্জ জেলার তারাইল থানার সেকেন্দার নগর এলাকার মো. রোকন মিয়ার পুত্র।

আজ শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থানার মামলায় গ্রেপ্তারকৃত আসামি মো. শহীদুল ইসলাম (২২) ঢাকা জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের উত্তর পার্শ্বের সিড়ির নিচ হতে পুলিশের হেফাজত থেকে সু-কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে কোর্টে কর্মরত অফিসার-ফোর্স পলাতক মো. শহীদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা করেন। গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় আদালতের বিচারক ও পুলিশ সুপার ঢাকাসহ সমগ্র বাংলাদেশে আসামিকে গ্রেপ্তারের জন্য বেতার বার্তা প্রেরণ করেন। 

ওই ঘটনায় ঢাকা জজ কোর্ট হাজত খানার ইনচার্জ ঢাকার কোতয়ালী থানায় আসামি মো. শহীদুল ইসলামের (২২) নামে আরেকটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার পলাতক আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি পত্র প্রেরণ করেন।

ওই পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির হায়তায় এবং র‌্যাব-১৪ এর সহযোগীতায় নেত্রকোণার কলমাকান্দা থানার গোয়াতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে মো. শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।