২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০২:৪২:১০ পূর্বাহ্ন


রাজশাহীতে মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার -২
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৮-০৪-২০২২
রাজশাহীতে মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার -২ রাজশাহীতে মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার -২


রাজশাহীতে মহানগরীতে ৫কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

সোমবার দুপু ১২টায় মহানগরীবোয়ালিয়া থানাধীন রানীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর উপকন্ঠ বেলপুকুর থানার জামিরা মুন্নাপাড়া গ্রামের মোঃ গোলাম মোস্তাফার ছেলে মোঃ আকাশ আলী (২৩) ও মতিহার থানার মির্জাপুর পূর্বপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে মোঃ আবু সাদাত মিলন (৩৯)। 

সোমবার  রাতে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, কতিপয় মাদক কারবারী গ্রামীন ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসে যাত্রী বেশে গাঁজাসহ বানেশ্বর হয়ে রাজশাহীর দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মহানগরী বোয়ালিয়া থানাধীন রানীনগর আদর্শ স্কুল মোড়ে চেকপোষ্ট পরিচালনা করে র‌্যাবে। তথ্য অনুযায়ী দুপুর ১২টায় গ্রামীন ট্রাভেলস নামের যাত্রীবাহি বাস আসলে সংকেত দিয়ে থামানো হয়। এ সময় বাসটির দরজা-জানালা খুলে ২মাদক কারবারী পালানোর চেষ্টাকালে তাদের বাসের ভিতরেই গ্রেফতার করা হয়।

এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।