২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:৩৬:৩৫ অপরাহ্ন


স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিলের বেতন তোলা যাবে ঈদের পর
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৪-২০২২
স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিলের বেতন তোলা যাবে ঈদের পর ফাইল ফটো


বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল (২০২২) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। সোমবার এ চেক ছাড় হলেও এখনই টাকা তুলতে পারবেন না শিক্ষক-কর্মচারীরা। ঈদের পর আগামী ৫ মে থেকে ১০ মে পর্যন্ত বেতনের টাকা তুলতে পারবেন তারা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অধিদপ্তর বলছে, শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের এমপিওর আটটি চেক অনুদানবণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৫ মে থেকে ১০ মে পর্যন্ত বেতনভাতার সরকারি অংশ তুলতে পারবেন। 

জানা গেছে, প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে পারবেন। 

রাজশাহীর সময়/এএইচ