১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:২৫:৩৯ অপরাহ্ন


সিংড়ায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ৩৬০টি গৃহহীন পরিবার
সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২২
সিংড়ায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর পেলেন ৩৬০টি গৃহহীন পরিবার সিংড়ায় তৃতীয় পর্যায়ে প্রধান মন্ত্রীর ঘর পেলেন ৩৬০ টি গৃহহীন পরিবার


ঈদ উপলক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলায় তৃতীয় পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঘর পেলেন ৩৬০টি গৃহহীন পরিবার। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমিহীন ও গৃহহীনদের এই ঘর ও জমি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনের পর উপজেলার ৩৬০টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল ইমরান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৈস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আল আমিন সরকারসহ ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তি।

রাজশাহীর সময়/এমজেড