২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:৫০:৪৬ অপরাহ্ন


মার্কিন দুই সাংবাদিককে হত্যার অভিযোগে আইএস সদস্যের যাবজ্জীবন
নিউ ইয়র্ক প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ৩০-০৪-২০২২
মার্কিন দুই সাংবাদিককে হত্যার অভিযোগে আইএস সদস্যের যাবজ্জীবন মার্কিন দুই সাংবাদিককে হত্যার অভিযোগে আইএস সদস্যের যাবজ্জীবন


মার্কিন দুই সাংবাদিককে অপহরণ ও হত্যার অভিযোগে আটক এক আইএস সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। মার্কিন সাংবাদিকদের শিরশ্চেদ করার অপরাধে শুক্রবার (২৯ এপ্রিল) ভার্জিনিয়া অঙ্গরাজ্যের জেলা জজ আলেকজান্দ্রা কোটে (৩৮) নামে ওই আসামির বিরুদ্ধে এ রায় দেন। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

ব্রিটিশ বংশোদ্ভূত এই আইএস সদস্যের বিরুদ্ধে মার্কিন দুই সাংবাদিক জেমস ফলি এবং স্টিভেন সটলফ ও দুই ত্রাণকর্মী কায়লা মুলার এবং পিটারকে অপহরণ ও হত্যার অভিযোগ আনা হয়। যুক্তরাষ্ট্রে ১৫ বছর কারাভোগ করার পর বাকি সাজা তাকে যুক্তরাজ্যের কারাগারে ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ আছে।  

রাজশাহীর সময় / জি আর