২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৮:৪২:৪২ অপরাহ্ন


রাজশাহী প্রেসক্লাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২২
রাজশাহী প্রেসক্লাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন রাজশাহী প্রেসক্লাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন


নিরাপত্তার স্বার্থে রাজশাহী প্রেসক্লাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। রবিবার (৮ মে) বিকেলে এ ক্যামেরা স্থাপন করা হয়। রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসিটিভি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সহ: সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু প্রমুখ।

এ বিষয়ে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান বলেন, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সাহেব বাজার এলাকায় কুঞ্জভবনে অবস্থিত রাজশাহী প্রেসক্লাব। ১৯৫৪ সালে স্থাপিত দেশের দ্বিতীয় পুরাতন এ প্রেসক্লাবের সংস্কার কাজ করা হয় ঈদুল ফিতরের আগেই। এবার নিরাপত্তা বেষ্টনিতে রাখতে প্রেসক্লাবে সিসিটিভি স্থাপন করা হলো।

রাজশাহীর সময় / জি আর