২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:৩৮:৫০ পূর্বাহ্ন


রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ২৪
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৫-২০২২
রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ২৪ ফাইল ফটো


রাজশাহী জেলায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত থেকে শুরু করে সোমবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।

সোমবার (৯ মার্চ ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম।

জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৭ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ৩ জন, দুর্গাপুর থানা ২ জন, পুুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ৪ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে। 

যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। 

গোদাগাড়ী থানা পুলিশ ১নং শ্রী জগেন মুর্মু (৫৫), ২নং শ্রী মতিলাল মুর্মু (৫২) ও ৩নং মোঃ ওহাব আলী ওরফে বাবু (৪২) গণকে ১০৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং ৪নং মোঃ লতফুর রহমান ওরফে লুৎফর (৩৩) কে ১ কেজি গাঁজাসহ আটক করে। 

তানোর থানা পুলিশ ১নং মোহম্মদ আলী (৪২) কে ১০ গ্রাম হেরোইন ও ২নং শ্রীমতি অঞ্জলী টুডু (২৯) কে ১৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে। 

বাগমারা থানা পুলিশ ১নং মোঃ তোফাজ্জল হোসেন (২৪) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। 

দূর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ রব্বানী দুখু (২০) কে ১৫ গ্রাম গাঁজাসহ আটক করে। 

পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ আবুল কালাম (৩৩) কে ৩ গ্রাম হেরোইনসহ আটক করে।

আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

রাজশাহীর সময়/জেড