২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৬:২৩:২৫ অপরাহ্ন


দেশে মাথাপিছু আয় বেড়ে ২৮২৫ ডলার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২২
দেশে মাথাপিছু আয় বেড়ে ২৮২৫ ডলার ফাইল ফটো


দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এখন দুই হাজার ৮২৫ মার্কিন ডলার। চলতি ২০২১-২২ অর্থবছরের সাময়িক হিসাব অনুযায়ী মাথাপিছু আয় এক বছরের ব্যবধানে বেড়েছে ২৩৪ ডলার। গত অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল দুই হাজার ৫৯১ ডলার।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী এও জানিয়েছেন, মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি চলতি অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৭ দশমিক ২৫ শতাংশে। ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

রাজশাহীর সময়/এএইচ