২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৪৩:২৪ অপরাহ্ন


নগরীতে রাস্তা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জায়গা পরিদর্শনে রাসিক মেয়র
আবু হেনা :
  • আপডেট করা হয়েছে : ১২-০৫-২০২২
নগরীতে রাস্তা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জায়গা পরিদর্শনে রাসিক মেয়র নগরীতে রাস্তা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জায়গা পরিদর্শনে রাসিক মেয়র


রাজশাহী মহানগরীর ১৬নং ওয়ার্ডের কয়েরদারা এলাকায় রাস্তা নিয়ে এলাকাবাসীর মধ্যকার দ্বন্দ্ব নিরসনে এবং সাগরপাড়া এলাকায় মহানগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জায়গা পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার বিকেলে জায়গা দুটি পরিদর্শন করেন রাসিক মেয়র।

কয়েরদারা এলাকায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে মহানগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জায়গা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার প্রমুখ।