২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:৩৮:২১ পূর্বাহ্ন


ভারতে প্রশিক্ষণ হেলিকপ্টার ভেঙে পড়ে ২পাইলটের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২২
ভারতে প্রশিক্ষণ হেলিকপ্টার ভেঙে পড়ে ২পাইলটের মৃত্যু ভারতে প্রশিক্ষণ হেলিকপ্টার ভেঙে পড়ে ২পাইলটের মৃত্যু


ছত্তিশগড়ের রায়পুরে হেলিকপ্টার ভেঙে পড়ে দুইজন পাইলটের মৃত্যু হয়েছে। 

তারা হলেন: ক্যাপটেন গোপাল কৃষ্ণ পান্ডা ও ক্যাপটেন এপি শ্রীবাস্তব।

ছত্তিশগড়ের স্টেট হেলিকপ্টারটি রায়পুরের স্বামী বিবেকানন্দ এয়ারপোর্টে ভেঙে পড়ে রাত সোয়া ৯টার দিকে। এটি রুটিন প্রশিক্ষণ চালাচ্ছিল।  প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে টেকনিকাল ত্রুটির কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। 

এদিকে ঘটনার পরেই ডিজিসিএ ও রাজ্য সরকার এনিয়ে তদন্ত শুরু করেছে। কী কারণে এই দুর্ঘটনা সেটা দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ও তাঁর শোক জ্ঞাপন করেছেন। তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনায় আমাদের দুজন পাইলটই মারা গেছেন।

এদিকে সূত্রের খবর, হেলিকপ্টারটি ল্যান্ডিং করার সময় ভেঙে পড়ে। বিকট শব্দে অনেকেই ছুটে আসেন। উদ্ধারকারী দল দুই পাইলটকে উদ্ধার করেন। ততক্ষনে তাঁরা মারা যান। দুর্ঘটনার তীব্রতায় কপ্টারটির অনেকাংশ ভেঙে গেছে। দুমড়ে মুচড়ে তালগোল পাকিয়ে গিয়েছে কপ্টারটির। কী কারণে হেলিকপ্টারটি এভাবে দুর্ঘটনার মুখে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।