২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৬:১৭:৩১ অপরাহ্ন


বিশিষ্ট ব্যবসায়ী কাজী একরাম উল্লাহ’র মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ
আবু হেনা :
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২২
বিশিষ্ট ব্যবসায়ী কাজী একরাম উল্লাহ’র মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ বিশিষ্ট ব্যবসায়ী কাজী একরাম উল্লাহ’র মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ


বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ'র ছোট ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী একরাম উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ শনিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, কাজী একরাম উল্লাহ শনিবার (১৪ মে) বেলা সাড়ে ১২টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।