২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:৪৩:২৭ পূর্বাহ্ন


সাপাহারে আমের বাজার ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
সাপাহারে আমের বাজার ব্যবস্থাপনা বিষয়ে  উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা সাপাহারে আমের বাজার ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা


নওগাঁর সাপাহারে আম আড়ৎ সমিতি ও বাগান মালিক(চাষি) সমিতির সাথে আমের বাজার ব্যবস্থাপনা বিষয়ে  উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আমের রাজধানী খ্যাত সাপাহারের আম বিপণন ব্যবস্থাপনা, ওজন, কমিশন নির্ধারণ, যানজট মুক্ত পরিবেশে ক্রয়-বিক্রয় ও সার্বিক দিক নির্দেশনায় এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।

অন্যান্যের মধ্যে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলী মোল্লা, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ শাপলা খাতুন, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, থানা উপ-পুলিশ পরিদর্শক রবিউল আলম, আম আড়ৎ সমিতির  সাধারণ সম্পাদক জুয়েল রহমান, সহ-সভাপতি রেজাউল করিম,সাংগঠনিক সম্পাদক বাপ্পি সরকার, বণিক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান, বাগান মালিক সমিতির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোতাহার হোসেন, বরেন্দ্র এগ্রো পার্কের স্বত্বাধিকারী সোহেল রানা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক ও মমিন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাপাহারে অবস্থিত সকল ব্যাংকের কর্মকর্তাগন, আম আড়ৎ সমিতি ও আম চাষি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।