১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:৩৭:৫৫ অপরাহ্ন


পড়াশোনার কোটি টাকা ঋণ ডিম্বাণু বেচে শোধ করছেন তরুণী
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২২
পড়াশোনার কোটি টাকা ঋণ ডিম্বাণু বেচে শোধ করছেন তরুণী ফাইল ফটো


পড়ার খরচ চালাতে গিয়েই প্রায় কোটি টাকা ঋণ নিতে হয়েছে এক তরুণীকে। পড়া শেষে চাকরি পাওয়ার পর তাকে সেই ঋণ মেটাতে হবে। তবে এখনও সেই তরুণী চাকরি পাননি। পাওনাদারের তাণ্ডব্যে নিজের ডিম্বাণু বিক্রি করে ধার শোধ করতে হচ্ছে তাকে।

ঘটনাটি ঘটেছে আমেরিকার নিউ ইয়র্কে। ক্যাসান্ড্রা জোনস নামের ওই তরুণী নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে তাঁকে প্রায় ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার ধার করতে হয়েছিল। তিনি একা নন। বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ চালাতে ধার নিয়ে তা ফেরত দিতে সমস্যায় পড়েন অনেকেই। এবং সেই ধার শোধ করতে গিয়ে অনেকেরই নাভিশ্বাস ওঠে।

যেসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য এমন সমস্যায় পড়েন ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকরা, সেই তালিকায় একেবারে ওপরের দিকেই আছে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ যেমন বেশি, তেমনই পড়া চলাকালীন অর্থ সঙ্কটে পড়লে তার প্রমাণ দেখিয়েও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সাহায্য পাওয়া যায় না। এত দিন এই বিষয়গুলো নিয়ে টুকটাক আলোচনা চললেও কাসান্ড্রার ঘটনাটি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পড়াশোনার খরচ চালাতে কী অবস্থা হচ্ছে অনেকের।

দেখিয়ে দিয়েছে, পড়াশোনা এখন রীতিমতো বিলাসিতার জিনিস। ২৮ বছর বয়সি এই তরুণী জানিয়েছেন, ধার শোধ করতে ইতিমধ্যেই ৫ বার নিজের ডিম্বাণু বিক্রি করেছেন তিনি। তাতে তাঁর মোট আয় হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার। এখনও বাকি ১ লাখ ১০ হাজার ডলার। এভাবে ডিম্বাণু বিক্রি করে ধার শোধ করার ফলও ভয়াবহ হতে পারে। তেমন আশঙ্কার কথা চিকিত্‍সকরা নাকি জানিয়েছেন কাসান্ড্রাকে। তবুও পিছিয়ে আসতে পারেননি তিনি।

রাজশাহীর সময় /এএইচ